জেএনইউ: একটি পরিকল্পিত আক্রমণ (JNU case, a planned attack)
Published @ Anandabazar Patrika
প্রত্যয়। কানহাইয়া কুমারের গ্রেফতারির প্রতিবাদে। জেএনইউ, দিল্লি। ১৪ ফেব্রুয়ারি। পিটিআই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় রক্তচক্ষু দর্শনের শুরুতে অনেকেই হয়তো ঠাহর করতে পারিনি ঠিক কী আকার নেবে এই ঘটনা। কিন্তু কয়েক ঘণ্টা বাদেই পরিষ্কার হয়ে যায়, পড়ুয়াদের নিয়ে মামুলি কিছু বাদানুবাদের ঘটনা এটা নয়, একটা বিরাট পরিকল্পনা এর মধ্যে লুকিয়ে আছে। জানা দরকার কী এবং কেন সেই পরিকল্পনা। দু’দিন আগেই এই পাতাতেই (‘লেঠেল দিয়ে…’, ১৬-২) ‘সিডিশন’ নিয়ে অত্যন্ত জোরালো ভাবে বোঝানো হয়েছে, কোথায় দক্ষিণপন্থীদের চিন্তায় দৈন্য, কেন বারে বারে সেই দৈন্য…